Logo

নির্বাচন পর্যবেক্ষণ মিশনে সর্বদলীয় সমর্থন চায় কমনওয়েলথ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৮:৫৮
67Shares
নির্বাচন পর্যবেক্ষণ মিশনে সর্বদলীয় সমর্থন চায় কমনওয়েলথ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে সব রাজনৈতিক দলের সম্মিলিত সমর্থন নিশ্চিত করতে চায় সংস্থাটি। এ লক্ষ্যেই বর্তমানে ঢাকায় অবস্থান করছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান কমনওয়েলথ নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।

অ্যান্ড্রুজ বলেন, কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো একটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশেও মহাসচিবের পক্ষ থেকে সেই উদ্যোগের অংশ হিসেবে এই মিশন পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় এবং ম্যাডোনা লিঞ্চ।

লিনফোর্ড অ্যান্ড্রুজ জানান, মিশনের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের অবস্থান বোঝা এবং দেশের সার্বিক রাজনৈতিক ও নির্বাচন প্রস্তুতি মূল্যায়ন করা।

তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছ থেকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত তথ্য পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মিশনটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে তারা রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

অ্যান্ড্রুজ আরও বলেন, কমনওয়েলথ সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও কমনওয়েলথ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখে বাংলাদেশকে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

তিনি আরও ইঙ্গিত দেন যে, নির্বাচনোত্তর পর্যায়েও (পোস্ট-ইলেকশন ফেইজ) বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন জোরদারে কমনওয়েলথ ভূমিকা রাখতে আগ্রহী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD