Logo

এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে সর্বশেষ যা জানাল ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৯:৩৮
102Shares
এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে সর্বশেষ যা জানাল ইসি সচিব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার সাত মাস পেরিয়ে গেলেও এখনো সেই কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যেই নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশের কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেলেও এখনও তাদের প্রতীক ‘শাপলা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলটি দীর্ঘদিন ধরেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই এনসিপির প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে কমিশন। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং এনসিপির ‘শাপলা’ প্রতীক সম্পর্কেও এই সপ্তাহে সিদ্ধান্ত আসবে।

বিজ্ঞাপন

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রতিনিধিরা নির্বাচনপূর্ব প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অংশীজনদের সঙ্গে আলোচনা, প্রযুক্তির ব্যবহার ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। আশা করছি এ সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ হবে। পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি, যদিও কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সামান্য পরিবর্তন আনতে হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে সর্বশেষ যা জানাল ইসি সচিব