Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে ভোটকেন্দ্র ৪২৭৬১

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৬
18Shares
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে ভোটকেন্দ্র ৪২৭৬১
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের সব ৩০০ সংসদীয় আসনে মোট ৪২,৭৬১টি চূড়ান্ত ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ জানান, দেশের ৬৪টি জেলায় এই কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের কক্ষের সংখ্যা অনুযায়ী পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। ফলে মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪,৬৪৯টি।

বিজ্ঞাপন

সচিব আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটার ভোট দিতে পারবেন। এসব কেন্দ্রকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে গণ্য করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে সংখ্যা সামঞ্জস্য করা হবে।

এর আগে খসড়া তালিকায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় বৃদ্ধি পেয়েছে (আগের নির্বাচনে ছিল ৪২,১৪৮টি)। তবে ভোটকক্ষের সংখ্যা গতবারের তুলনায় কমে হয়েছে ২ লাখ ৪৪,০৪৬টি, যেখানে আগের নির্বাচনে এটি ২ লাখ ৬১,৫৬৪টি ছিল।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্র বৃদ্ধি সত্ত্বেও কক্ষের সংখ্যা কমানো হলেও ভোটারদের সুবিধার্থে কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD