দুই দশক পর আবারও বৈঠকে বসেছে বাংলাদেশ-পাকিস্তান

দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের মুখোমুখি বৈঠক শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক।
বাংলাদেশের পক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক, যার সঙ্গে রয়েছেন আরও ১৩ কর্মকর্তা।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এ খাতগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ সহযোগিতার পথনকশা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ বিরতির পর এ বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








