শাপলা নয়, এনসিপিকে অন্য প্রতীক দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ বিষয়ে নির্বাচন কমিশন আগের অবস্থানেই অটল থাকবে। এ কথা জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এটি জাতীয় পার্টি (এনসিপি) কে দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
ইসি সচিব আরও বলেন, শাপলা প্রতীক সংক্রান্ত বিষয়ে কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। শাপলা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন আগের অবস্থানে অটল।
বিজ্ঞাপন
আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার কথাও উল্লেখ করে তিনি বলেন, কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে। কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যা সামান্য সংশোধনযোগ্য, যা রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যা বিদ্যমান আইনে নির্ধারিত এবং যা কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।
এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়ায় প্রতীক বরাদ্দের বিষয়টি পরিষ্কার করা হলো এবং জাতীয় পার্টি তাদের নিজের স্বতন্ত্র প্রতীক ব্যবহার করতে পারবে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন আশা করছে, এই সিদ্ধান্ত ভোটারদের বিভ্রান্তি কমাবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।








