ঢাকায় জাকির নায়েকের সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। এ তথ্য সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন।
বিজ্ঞাপন
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের বিষয়ে কোনো তথ্য রাখে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন জানান, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে কি না আমি জানি না। এরকম কিছু আমি শুনিনি। এটা প্রথমবারের মতো আপনাদের কাছ থেকেই শুনলাম।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্বে। সরকার চাইবে না কোনো ব্যক্তি অহেতুক বিতর্ক তৈরি করুক।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
বিজ্ঞাপন
এছাড়া তিনি নিশ্চিত করেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই। বাংলাদেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক ও নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।








