Logo

৩ দফা দাবিতে শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৬:৪৫
16Shares
৩ দফা দাবিতে শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরিচালিত ৪৩তম ও ৪৪তম বিসিএসসহ চলমান সব বিসিএস পরীক্ষায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী প্রার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) বিকেলে শাহবাগে জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগান তোলার পাশাপাশি মুখ্য সচিবের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, বিগত বিসিএস পরীক্ষাগুলোতে আমরা অন্যায্য আচরণের শিকার হয়েছি। নন-ক্যাডার পদে যোগ্য প্রার্থীদের সুপারিশ না করায় হাজারো মেধাবী চাকরিপ্রত্যাশী বেকার হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উল্লেখ করে তারা হুঁশিয়ারি দেন, শনিবার (১ নভেম্বর) রাতের মধ্যেই ৪৩তম ও ৪৪তম বিসিএস থেকে বেশি সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে, নইলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১️. অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।

বিজ্ঞাপন

২. নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৫ প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে দ্রুত গেজেট আকারে প্রকাশ করে ৪৩ ও ৪৪তমসহ চলমান বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।

৩. ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের অধিযাচনকৃত পদে দ্রুততম সময়ে সুপারিশ দিতে হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা আরও বলেন, প্রশাসনে ন্যায্যতা ও স্বচ্ছতার অভাবে দীর্ঘদিন ধরে বিসিএস পরীক্ষার মেধাভিত্তিক মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের দাবি, বৈষম্যের অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD