Logo

ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৯:৪২
19Shares
ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ
ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

বিজ্ঞাপন

আখতার আহমেদ জানান, দাবি-আপত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

তিনি আরও বলেন, এই ভোটার তালিকা ব্যবহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দাবি-আপত্তি প্রক্রিয়া শুধু নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তথ্য আগের মতোই থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD