Logo

সরকারি ওয়েবসাইটে এখনো স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের জাহিদ মালেক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৪
73Shares
সরকারি ওয়েবসাইটে এখনো স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের জাহিদ মালেক
ছবি: সংগৃহীত

সরকার পরিবর্তনের পরও সরকারি একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এখনো দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নাম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (NILMRC)-এর সরকারি ওয়েবসাইটে (https://nilmrc.portal.gov.bd) রবিবার (৯ নভেম্বর) পর্যন্তও তাকে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান ডা. সামন্ত লাল সেন। বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম। তবুও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এসব হালনাগাদ তথ্যের কোনো প্রতিফলন নেই।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, ওই ওয়েবসাইটে এখনো স্বাস্থ্য সচিব হিসেবে উল্লেখ আছে ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দেখা যাচ্ছে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। যারা বর্তমানে সাবেক পদধারী।

ওয়েবসাইটের কভার ছবিতেও আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, যিনি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পালিয়ে ভারত পাড়ি দেন।

আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে স্বল্পমূল্যে উন্নতমানের বিভিন্ন রোগনির্ণয় পরীক্ষার সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতা জাহিদ মালেক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়ে দীর্ঘদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তবে সরকার পরিবর্তনের প্রায় ১০ মাস পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পুরনো মন্ত্রিপরিষদের তথ্য থেকেই যাচ্ছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য হালনাগাদ প্রক্রিয়া নিয়ে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD