প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

আগামী ১৮ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তৈরি ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে সিনিয়র সচিব বলেন, প্রবাসী ভোটারদের সুবিধার্থে ডিজিটাল ব্যবস্থায় অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এসময় তিনি আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার পরামর্শ দেন।
আখতার আহমেদ বলেন, কিছু শর্তের কারণে দলটির নিবন্ধন আবেদন গৃহীত হয়নি। তবে প্রার্থী বা রাজনৈতিক দল কেউ সংক্ষুব্ধ হলে আইন অনুযায়ী যে কোনো সময় আপিল করতে পারেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আচরণবিধিমালা সংক্রান্ত গেজেট প্রকাশের পরই সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এ কার্যক্রম শুরু হয়েছে।








