Logo

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১২:১৯
50Shares
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সারাদেশে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৩ নভেম্বরকে ঘিরে আমরা শক্ত অবস্থানে আছি। মাঠপর্যায়ে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। সন্দেহজনক কোনো কিছু দেখলেই পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। কোথাও-সেখানে খোলা তেল বিক্রিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের প্রস্তুতিও এখন মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রস্তুতি শেষ হলে একটি মহড়ার আয়োজন করা হবে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কেউ যদি অবৈধ সুবিধা নিতে যায় বা কাউকে তা দিতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত আসছে...

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD