Logo

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ চালু রাখল আদানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৬:২০
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ চালু রাখল আদানি
ছবি: সংগৃহীত

বকেয়া পরিশোধ না হওয়ায় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ পরিশোধের আশ্বাস দেওয়ায় কোম্পানিটি সরবরাহ অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। সরকারের পক্ষ থেকে চলতি মাসে আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই অর্থ কয়েক ধাপে প্রদান করা হবে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, আদানি ৪৯৬ মিলিয়ন ডলার বিল চেয়েছে। আমরা এর একটি অংশ আজকের মধ্যে পরিশোধের চেষ্টা করছি। এ বিষয়ে চিঠি-বার্তা ও যোগাযোগ চলছে।

বিজ্ঞাপন

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, আদানির সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। এছাড়া আদানির দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আংশিক অর্থ পরিশোধ করা হচ্ছে।

অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ, বিপিডিবি চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বারবার অনুরোধ এবং যোগাযোগের পরও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করা হয়নি।

বিজ্ঞাপন

বিপিডিবির এই পদক্ষেপের ফলে দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়েছে। সরকার ও কোম্পানির মধ্যে চলমান আলোচনার মাধ্যমে বকেয়া পরিশোধের সম্পূর্ণ সমাধান আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD