Logo

রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৯:২৪
13Shares
রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের যেকোনো নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের স্টেশন, ট্রেন, রেললাইন, রেলসেতু এবং অন্যান্য স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষভাবে তৎপর থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ট্রেন দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষায় আগাম সতর্কতামূলক এই পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD