১০ মাসে বাংলাদেশে প্রবেশ করেছে আরও ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে নতুন করে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ মাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে নতুন করে এই বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন; অর্থাৎ এক মাসে আরও ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা নতুন করে যুক্ত হয়েছে ইউএনএইচসিআরের নিবন্ধনে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন। ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালের শুরু থেকেই মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা, নির্যাতন ও সশস্ত্র সংঘর্ষ বাড়তে থাকে। এসব ঘটনায় বহু রোহিঙ্গা প্রাণ হারায় এবং অনেকে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং শরণার্থী ক্যাম্পগুলোতে তাদের প্রাথমিক সহায়তা প্রদান করা হচ্ছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী ও শিশু, যারা এখনো মানবিক সহায়তা ও নিরাপত্তার ওপর পুরোপুরি নির্ভরশীল অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গাদের এই নতুন অনুপ্রবেশ বাংলাদেশের শরণার্থী সংকটকে আরও গভীর করছে, বলছে জাতিসংঘের এই সংস্থাটি।








