Logo

হাসিনার গণমাধ্যমে প্রবেশ নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ২০:১৯
31Shares
হাসিনার গণমাধ্যমে প্রবেশ নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত তলব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে। এটি দেশের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে জানানো হয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে দেশবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ সৃষ্টি করা—উভয়ই দুই দেশের গঠনমূলক সম্পর্কের জন্য অনাকাঙ্ক্ষিত ও অসহনীয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে অনুরোধ করেছে, নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তৎক্ষণিকভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এই পদক্ষেপকে বাংলাদেশ কর্তৃপক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার জন্য জরুরি মনে করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আসামির রাজনৈতিক কার্যক্রম এবং দেশের গণমাধ্যমে প্রবেশাধিকারকে নিয়ন্ত্রণ না করলে তা দ্বিপাক্ষিক বিশ্বাস ও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এ বিষয়ে এক উচ্চপদস্থ কূটনীতিক জানিয়েছেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু আমাদের স্বার্থ ও আইনশৃঙ্খলা সুরক্ষিত রাখতে হবে। এই ধরনের পদক্ষেপ অপরিহার্য।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের এই তৎপরতা আন্তর্জাতিক কূটনীতিক মহলে নজর কাড়ছে, যেখানে দেশের আইন এবং নিরাপত্তা নীতি অক্ষুণ্ণ রাখার প্রতি জোর দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD