Logo

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১১:২৩
18Shares
খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনে রাজনৈতিক দলগুলো খেলোয়াড়, আর কমিশন রেফারি। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে রেফারির নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, পোস্টার নিষিদ্ধের পরও রাজধানী পোস্টারে ভরে থাকা অনভিপ্রেত। দলগুলো নিজেরা স্ব উদ্যোগে পোস্টার সরালে সেটিই হবে ‘সবচেয়ে ভদ্র আচরণ’। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন সিইসি।

বিজ্ঞাপন

বিশেষ পরিস্থিতিতে কমিশন চাপের মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “একটি বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে নানা চাপ আসছে। তাই অংশীজনদের সহযোগিতা আগের চেয়ে আরও বেশি প্রয়োজন।”

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে সিইসি বলেন, “এই অপব্যবহার এখন এক বড় মসিবত বা বিপদে পরিণত হয়েছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD