Logo

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে : প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৩
22Shares
শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে : প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। আনন্দের মধ্য দিয়ে তারা যেন নিজেদের প্রতিভা ও মেধা আবিষ্কার করতে পারে— সেদিকে গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শিশু-কিশোররা শুধু গান, নাচ বা বাদ্যযন্ত্রে নয়— নানা ক্ষেত্রেই প্রতিভা দেখাতে পারে। তাই তাদের প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করতে হবে। আনন্দের মধ্য দিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একটি শিশুর প্রতিভা একধরনের নয়। কেউ বিজ্ঞান বা প্রযুক্তিতে ভালো, কেউ খেলাধুলা বা উদ্যোক্তা চিন্তায়। তাই বিভিন্ন ক্ষেত্রের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিটি শিশুর সম্ভাবনাকে আবিষ্কার করতে হবে।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি চাই, বাংলাদেশের শিশু-কিশোররা শুধু দেশের সেরাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রমাণ করুক। এজন্য তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিজয়ীদের হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD