গণভোট নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর সিদ্ধান্ত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর তার ভিত্তিতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আমি সরাসরি বক্তৃতা শুনিনি। বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা ফরমালি বিষয়গুলো পেলে, কমিশনে বসে আলোচনা করে আমাদের মতামত জানাব। এখন মতামত দেওয়াটা যথার্থ হবে না।
বিজ্ঞাপন
গণভোট আয়োজন নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না, জাতীয় নির্বাচনের সঙ্গে সমন্বয় করা কতটা চ্যালেঞ্জিং হবে— এসব বিষয়ও সরকার থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা আসার পরই নির্ধারণ করা হবে বলে জানান সিইসি।








