Logo

ঋতুস্রাবকালীন স্বাস্থ্য সচেতনতায় অবদান রাখায় বাংলাদেশের নির্ভয়া করেছে বিশ্বজয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৫, ১৫:০৩
16Shares
ঋতুস্রাবকালীন স্বাস্থ্য সচেতনতায় অবদান রাখায় বাংলাদেশের নির্ভয়া করেছে বিশ্বজয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রান্তিক ও চা বাগানের সুবিধা বঞ্চিত নারীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য সচেতনতা ও কুসংস্কার দূর করতে বিশেষ অবদান রাখায় ফিউচার পোর্ট ইউথ অ্যাওয়ার্ডস ২০২৫ অর্জন করেছেন নির্ভয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের একটি দল ‘ নির্ভয়া ‘ ফিউচার পোর্ট ইউথ অ্যাওয়ার্ডস ২০২৫ অর্জন করেন। দলের সদস্যরা হলেন- তায়েব মৃধা, মারিয়া মারজানা ও শহীদুল জিসান ।

সচেতনতা নিয়ে তাদের উদ্ভাবন যুগান্তকারী সামাজিক প্রযুক্তিগত প্রকল্পের জন্য নির্ভয়া বিশ্বজুড়ে জমা পড়া রেকর্ড সংখ্যক প্রকল্পের মধ্যে শীর্ষ তিনটি ফাইনালিস্টের একটি হিসেবে নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

জানা যায়, চলতি বছর ২২২টি দেশীয় ও আন্তর্জাতিক প্রকল্পে এই অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে বাংলাদেশের ‘ নির্ভয়া ’ ব্যতিক্রমী কাজের মাধ্যমে ২য় স্থান অর্জন করেন।

ইউরোপের অন্যতম প্রভাবশালী জেন জেড প্রযুক্তি সম্মেলন হিসেবে পরিচিত ফিউচার পোর্ট ইউথ প্রতি বছর উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করে, যা প্রযুক্তিকে ব্যবহার করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ( ইউএন , এসডিজিস) অর্জনে সরাসরি অবদান রাখে।

প্রাগের নোভাস্পিরালা কনফারেন্স সেন্টারের মূল মঞ্চে দলের বিজয়ী ঘোষণার পর নির্ভয়া’র সহ‌ প্রতিষ্ঠাতা মোঃ তায়েব মৃধা দৈনিক জনবাণীকে জানান - এই অর্জন বাংলাদেশের প্রতিটি তরুণ উদ্ভাবক এবং বিশেষত চা শ্রমিক নারীদের জন্য উৎসর্গীকৃত। আমাদের লক্ষ্য ছিল মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সংকটে ভোগা একটি জনগোষ্ঠীর স্বাস্থ্য সংকটকে বিশ্ব দরবারে তুলে ধরা। ফিউচার পোর্ট ইউথ আমাদের সেই সুযোগ দিয়েছে। আমরা প্রমাণ করেছি, প্রযুক্তির সঠিক ব্যবহার ও সামাজিক দায়বদ্ধতা দিয়ে স্থানীয় সমস্যাগুলির জন্য বৈশ্বিকভাবে প্রশংসিত সমাধান তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

দলের সদস্য মারিয়া মারজানা বলেন- আমাদের প্রকল্পটি নারী স্বাস্থ্য এবং মর্যাদাকে কেন্দ্রে রেখে তৈরি করা হয়েছে। প্রাগে বিশ্বসেরা উদ্ভাবকদের মাঝে আমাদের প্রকল্পটি উপস্থাপন করার অভিজ্ঞতা ছিল অতুলনীয়। আমরা আশা করি, এই স্বীকৃতি আমাদের প্রকল্পটিকে আরও বৃহৎ পরিসরে প্রসারিত করতে সাহায্য করবে।

নির্ভয়া’র এই বিজয় দেশের প্রযুক্তি খাত এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD