Logo

যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৪ নভেম্বর, ২০২৫, ১৪:৫১
27Shares
যাদের পয়সায় আমাদের বেতন, তাদের জন্য কাজ করতে হবে: সেনাপ্রধান
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যাদের পয়সায় আমাদের বেতন হয়, লেখাপড়ার খরচ চলে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটে—সেসব খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনটি ছিল জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো: আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা এবং ক্যাডেট কলেজের কর্মকর্তা–শিক্ষকবৃন্দ।

সেনাপ্রধান তার ভাষণে নারীর ক্ষমতায়ন, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা–সমৃদ্ধি কামনা করেন এবং দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD