Logo

মোবাইল সিম ও ইন্টারনেট সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ১৫:৩০
25Shares
মোবাইল সিম ও ইন্টারনেট সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

মোবাইল সিম ও ইন্টারনেট সংক্রান্ত গ্রাহকের সমস্যা দ্রুত সমাধান করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের অডিট ও অসম প্রতিযোগিতার বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রাহক, সাংবাদিক ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এই তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শুনানিতে গ্রাহকরা অভিযোগ করেন যে, ১১ মাস পরেও সিম বন্ধ হওয়ার বিষয়ে তারা পূর্বনির্ধারিত নোটিশ পাননি। অনাকাঙ্ক্ষিতভাবে ভ্যাস সার্ভিসে টাকা কেটে নেওয়া, কাস্টমার কেয়ারে এমএনপি সুবিধা নিতে বিড়ম্বনা—এসব বিষয়ও উত্থাপিত হয়।

বিজ্ঞাপন

সাথে মোবাইল ইন্টারনেটের দাম কমানো, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি নিরসন এবং মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবি জানান গ্রাহকরা।

শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এবং পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

বিটিআরসি কর্মকর্তা বলেন, গ্রাহক সেবা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অপারেটরদের নীতিমালা ও কার্যক্রম আরও স্বচ্ছ ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD