Logo

পরীক্ষা পেছানোর আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ১৮:৫৭
18Shares
পরীক্ষা পেছানোর আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ৫
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন— মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।

বিজ্ঞাপন

আহত শাকিল আহমেদ বলেন, গত সেপ্টেম্বর মাসে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল (রেজাল্ট) দেয়। কিন্তু তারা আমাদের লিখিত পরীক্ষার জন্য তেমন কোনো সময় না দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করে। গত একমাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। শেষ পর্যন্ত বলেছিলাম ২৮ ডিসেম্বর আমাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, কিন্তু তারা সেটি না করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে।

তিনি বলেন, শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে সন্ধ্যার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত অবস্থায় পাঁচজন এসেছেন, তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদের একজন শাহিনের মাথায় ১০টি সেলাই লেগেছে। আর একজন গুরুতর আহত হয়েছেন, তাকে বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রিলিমিনারি পরীক্ষার ফলের পর অন্তত ২৪০ দিন থেকে তার অধিক লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায়। এমনও পরীক্ষা আছে যেখানে ১৪ মাস পরও লিখিত পরীক্ষা হয়েছে। কিন্তু তারা আমাদের কয়েক মাস সময় দিতে পারত, না দিয়ে লাঠিচার্জ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD