নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করতে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে রয়েছে।
শফিকুল আলম বলেন, বিভিন্ন মহল বিভিন্নভাবে মন্তব্য করছে। কিছু মহল নির্বাচন সম্ভব হবে না বলে ইঙ্গিত দিচ্ছে। তবে আমরা নিশ্চিত, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে এবং দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে। রেকর্ডসংখ্যক নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নির্বাচনের সময় নজিরবিহীন সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি পোস্টিং সম্পন্ন হয়েছে। এ বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বা উঠলেও তা সীমিত।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে এবং বেশির ভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও কিছু সীমিত আকারের দলীয় অভ্যন্তরীণ ও আন্তঃদলীয় কোন্দল রয়েছে।
শফিকুল আলম জিল্লুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। কিন্তু আমরা তা মানতে পারি না। দেশবাসীও এতে একমত নয়। আমরা নিশ্চিত, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।
বিজ্ঞাপন
প্রেস সচিব আরও বলেন, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই নির্বাচনে ফিরতে পারবে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সহযোগীরাও এ বিষয়ে স্বচ্ছন্দ নয়। আমাদের লক্ষ্য, দেশের জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
শফিকুল আলম সতর্ক করে বলেন, জনগণ সচেতন। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হলে সেগুলো ধ্বংস হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন









