Logo

আগামী নির্বাচনে শান্তি ও গর্বে মাতবে দেশ: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯
30Shares
আগামী নির্বাচনে শান্তি ও গর্বে মাতবে দেশ: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর, এমন আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসী গর্বিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে ড. ইউনূস এই মন্তব্য করেন।

কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে তিনি বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গঠনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন ড. মুহাম্মদ ইউনূস।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD