Logo

সব থেকে কম বেতনে কাজ করছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫১
43Shares
সব থেকে কম বেতনে কাজ করছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন । ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীরা বিদেশে সব থেকে কম বেতনে কাজ করছেন। আমাদের শিক্ষাখাতের যথাযথ উন্নয়ন না হলে বিদেশে কর্মসংস্থানে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা সীমিত থাকে।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে দেখেছি, বাংলাদেশের মানুষ সব জায়গায় উপস্থিত, কিন্তু একই কাজের জন্য আমাদের শ্রমিকদের বেতন বিদেশিদের তুলনায় কম। এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতার পরিচায়ক।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, শিক্ষার অভাব ও প্রশিক্ষণের ঘাটতি বিদেশে আমাদের নাগরিকদের কম বেতনে কাজ করতে বাধ্য করছে।

তিনি বলেন, বিদেশের লোকেরা সরাসরি ভাইভা দিয়ে উচ্চ বেতনের চাকরি পায়, কিন্তু আমাদের মানুষ ভাষা ও প্রশিক্ষণের অভাবে তা করতে পারে না। উদাহরণস্বরূপ, জাপানি ভাষার এনফোর লেভেল অর্জন করতে ছয় মাসের সময় লাগে। এটি সম্পন্ন করলে জাপানে কাজের অনেক সুযোগ পাওয়া যায়। আমাদের দেশের জনশক্তি যোগ্যতা বৃদ্ধি করলে আরও ভালো বেতন ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ যারা শিক্ষার্থী, তাদের জন্য আগামীতে প্রচুর সুযোগ রয়েছে। সঠিক দিকনির্দেশনা মেনে ভালো পথে চলতে হবে। পড়াশোনার বিকল্প নেই। মাদক থেকে দূরে থাকা এবং কঠোর পরিশ্রমে মনোনিবেশ করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।

বিজ্ঞাপন

সভায় নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD