Logo

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ৫ হাজার নৌসদস্য: নৌবাহিনী প্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৩
32Shares
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ৫ হাজার নৌসদস্য: নৌবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, ৫ হাজার নৌ সদস্যকে নির্বাচনী দায়িত্বের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই তথ্য জানান তিনি।

এডমিরাল নাজমুল হাসান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি নতুন কর্মকর্তাদের সতর্ক ও দায়বদ্ধ ভূমিকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশ্বমানের প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে নৌবাহিনী সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদ সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে নৌবাহিনী প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এই দিন কুচকাওয়াজ অনুষ্ঠানে মিডশিপম্যান ২০২৩ ব্যাচের ৩১ জন কর্মকর্তা, যাদের মধ্যে দুজন নারী অন্তর্ভুক্ত, ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD