Logo

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৯:১২
6Shares
নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তথ্য ঘোষণা করা হয়। সংবাদ সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

সিইসি বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে সাধারণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে।

এ নির্বাচন সংক্রান্ত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ তারিখ ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।

এই ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো। নির্বাচন কমিশন নিশ্চিত করছে, এই সময়সীমা ও প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের জন্য সমান সুযোগ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD