আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির দ্বারা গৃহীত হয়েছে।
এই পদত্যাগের পর খালি হওয়া তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নতুন দায়িত্ব বণ্টনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব অনুযায়ী, আদিলুর রহমান খান আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
এছাড়া আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে পেলেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।








