Logo

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ২০:২০
9Shares
৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরই বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কড়া নির্দেশনা জারি করেছে সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

ইসির নির্দেশনা অনুযায়ী, তফসিল ঘোষণার পর যেসব প্রার্থী আগাম প্রচারণা শুরু করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা স্থাপন করেছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে সরাতে হবে।

গত ১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে।

চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ না করলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

ইসি আরও জানিয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সকল আগাম প্রচারণা সামগ্রী অপসারণ করা বাধ্যতামূলক। অন্যথায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এই নির্দেশনার উদ্দেশ্য হল সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী মাঠকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD