Logo

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করছে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৫
9Shares
‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করছে পুলিশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তৎপর। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ।

তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। মূল রহস্য উদঘাটন এবং অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। যাতে তারা সীমান্ত পার হতে না পারে, তাই তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম আরও জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া র‍্যাব মোটরসাইকেলের মালিককে আটক করে থানায় সোপর্দ করেছে।

হামলায় ব্যবহৃত অস্ত্র বিষয়ে তিনি বলেন, ফয়সালকে নভেম্বর মাসে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও চাঁদাবাজির মামলা ছিল। দুটি মামলায় জামিনে বের হয়ে সে এই ঘটনায় জড়িত হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি কর্মকর্তা বলেন, জুলাই যোদ্ধা শুধু একজন হাদি নয়, লাখো জুলাই যোদ্ধা আছে। এই সকলের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাই-প্রোফাইল ও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ যোদ্ধাদের জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই ধরনের হাই-থ্রেটের মধ্যে পড়েন, তাদের জন্য পার্সোনাল সিকিউরিটি নিশ্চিত করা হবে। সবার জন্য একযোগে এই ব্যবস্থা দেওয়া সম্ভব না হলেও রাজধানী ও রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘ওভার-অল সিকিউরিটি সিস্টেম’ আরও শক্তিশালী করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD