Logo

সম্ভাব্য প্রার্থীকে গুলি, ‘আমার মাথার ওপর বাজ পড়েছে’: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৪
11Shares
সম্ভাব্য প্রার্থীকে গুলি, ‘আমার মাথার ওপর বাজ পড়েছে’: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন | ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাত্র একদিনের মধ্যে সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন সিইসি।

বৈঠকের শুরুতে তিনি বলেন, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে—আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটি অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞাপন

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

এর আগে ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছিল, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর উদ্ভূত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গৃহীতব্য কার্যক্রমের অবস্থা নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD