আইনের শাসন প্রতিষ্ঠায় মাঠ প্রশাসনের প্রতি কঠোর বার্তা সিইসির

আইনের শাসন নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিসি ও এসপিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে অতীতে ধ্বংস করা হয়েছে এবং যোগসাজশের মাধ্যমে সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব অপবাদ দূর করতে নির্বাচন কমিশন আইনের শাসনের ভিত্তিতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহির জায়গা তৈরি হবে। ফলে এই দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।
ডিসি ও এসপিদের উদ্দেশে সিইসি বলেন, মাঠপর্যায়ে আপনারাই মূল ভূমিকা পালন করেন। আপনারা দায়িত্ব পালন না করলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে না। আপনাদের আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই—কারণ আপনারা আইন ও দায়িত্ব সম্পর্কে ভালোভাবেই অবগত। আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
তিনি জোর দিয়ে বলেন, যে দায়িত্ব আপনাদের কাঁধে অর্পিত হয়েছে, সেখানে সামান্য বিচ্যুতিরও সুযোগ নেই। আসন্ন এই নির্বাচনের মাধ্যমে অতীতের বিতর্কিত নির্বাচনের বদনাম ঘোচাতে চায় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








