ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠির মাধ্যমে বৈঠকের বিষয়টি জানানো হয়।
ইসি সূত্র জানায়, এ বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে নির্বাচন কমিশন নির্বাচন ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








