Logo

নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে করার’ নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৯
98Shares
নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে করার’ নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সম্প্রতি রদবদলের সিদ্ধান্তের পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়। তবে শপথ অনুষ্ঠানের আয়োজন দ্রুত না করে ধীরে করার নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি শাখার দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই শপথ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় গানম্যান প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ পুনরায় ফোন করে শপথ আয়োজনের কার্যক্রম কিছুটা ‘স্লো’ বা ধীরে করার পরামর্শ দিয়েছে। তবে চিঠিতে অনুষ্ঠান বাতিল বা স্থগিত করার কোনো নির্দেশ নেই।

চিঠিতে কতজন উপদেষ্টার শপথ হবে তা স্পষ্ট করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য সব প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: আমার দেশ

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD