Logo

দীপু হত্যার মতো আরও ঘটনার আশঙ্কা সিইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৬:২০
10Shares
দীপু হত্যার মতো আরও ঘটনার আশঙ্কা সিইসির
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ময়মনসিংহে সম্প্রতি ঘটে যাওয়া দীপু হত্যার মতো আরও ঘটনা ঘটার সম্ভাবনার প্রতি সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি-এসপিদের আশ্বাস শুনে আমার বুকের জোর বেড়েছে। আমার একমাত্র লক্ষ্য দেশ ও জাতির কল্যাণ। এই উদ্দেশ্য সফল করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কোনো রকম পক্ষপাতদুষ্ট আচরণ করবেন না।

সিইসি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও সতর্ক করেছেন। তিনি বলেন, ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। কিন্তু অনেক প্রার্থী যে পোস্টার সরাচ্ছে, আমরা তা পর্যবেক্ষণ করছি না। বিষয়টি নজরদারির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া তিনি অভিযোগ গ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, এখন ইসি অভিযোগ দাখিলের কেন্দ্র হয়ে গেছে। জনগণকে সঠিকভাবে জানাতে হবে কোথায় অভিযোগ দাখিল করতে হবে। অভিযোগ কেন্দ্র থেকে তা দ্রুত ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো প্রয়োজন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD