দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দর এবং তার সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারিভাবে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ অনুযায়ী অনুমোদনহীন ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও সম্প্রতি শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণের সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করেছে।
আরও পড়ুন: দীপু হত্যার মতো আরও ঘটনার আশঙ্কা সিইসির
বিজ্ঞাপন
বেবিচক জানিয়েছে, এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
এই পরিস্থিতিতে বেবিচক ইলেকট্রনিক মিডিয়া ও সাধারণ জনগণকে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে যানজট ও যাত্রীসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ফ্লাইটের আগে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দর আসার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রী সেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া অন্য সব দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।








