Logo

ভারত থেকে আনা হবে ৫০ হাজার টন চাল: অর্থ উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪৮
9Shares
ভারত থেকে আনা হবে ৫০ হাজার টন চাল: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চালের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আতপ চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের চালের আমদানিও আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবারের আমদানিতে সরকার তুলনামূলক কম দামে চাল পাচ্ছে।

তিনি জানান, চীনের বিপুল পরিমাণ চাল কেনার কারণে বৈশ্বিক বাজারে দাম বেড়েছে। চীন মূলত ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করছে, যা বাজারে প্রভাব ফেলছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য নির্ধারিত ৫০ হাজার টন চালের দাম আগের চুক্তির তুলনায় কিছুটা কম হওয়ায় সরকার স্বস্তিতে রয়েছে।

বিজ্ঞাপন

চাল আমদানির পাশাপাশি সার আমদানির বিষয়েও অগ্রগতি তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনার প্রক্রিয়া চলছে এবং এর সঙ্গে আরও ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। বর্তমানে সারের দামও সরকারের জন্য সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের অধীনে চারটি সড়ক প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ খাত প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ বিতরণের জন্য ১৯টি সাবস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। এ সময় বাজারে পর্যাপ্ত পরিমাণ রাইস ব্র্যান অয়েল সরবরাহ নিশ্চিত করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ অনুমোদন প্রত্যাহার করতে পারে— এ কারণে সময়সীমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD