Logo

আমিরাত থেকে দেশে ফিরছেন কারাবন্দি ৬ জুলাই যোদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৭
8Shares
আমিরাত থেকে দেশে ফিরছেন কারাবন্দি ৬ জুলাই যোদ্ধা
ফাইল ছবি।

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি থাকা ছয়জন জুলাই যোদ্ধার মুক্তি মিলেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারা দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

এই ছয় প্রবাসী যোদ্ধা হলেন: চট্টগ্রামের শহিদুল আমিন (মুন্না), চট্টগ্রামের সাইফুল ইসলাম, বরিশালের শাওন হাওলাদার, লক্ষ্মীপুরের শাহাদাত হোসেন, নোয়াখালীর জাকের হোসেন রনি, মৌলভিবাজারের মোহাম্মদ ফরহাদ আহমেদ।

দেশে ফেরার জন্য সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করবে।

বিজ্ঞাপন

প্রবাসী শহিদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিন ও অন্যান্য জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। তানিয়া জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের পরিবারের কাছে বুধবার রাতে মুক্তির খবর জানিয়েছিল।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানানোর অভিযোগে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। এদের মধ্যে অনেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন, তবে মোট ২৪ জন দীর্ঘ সময় ধরে কারাবন্দি ছিলেন। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মুক্তির জন্য আবেদন ও আলোচনা চালানো হচ্ছিল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD