Logo

তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৮
7Shares
তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে আগমনের প্রভাব অত্যন্ত ইতিবাচক হবে। এটি দেশের রাজনৈতিক শূন্যতাকে পূরণ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে। তারেক রহমানের দেশে আগমনের পর এই ট্রানজিশন আরও মসৃণভাবে সম্পন্ন হবে।

বিমানবন্দর কার্যক্রমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা তারেক রহমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যাত্রা বিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, তারেক রহমানের নিরাপত্তা সরাসরি বিএনপি দেখছে। যে ধরনের সহযোগিতা তারা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া সাংবাদিকরা জানতে চান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের কারণ। শফিকুল আলম বলেন, এটি গতকাল রাত ১২টার দিকে ঘটেছে। আমি এখনও সঠিক কারণ জানতে পারিনি।

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে তেজগাঁওয়ের জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে তাদের ধর্ম, আচার-অনুষ্ঠান পালন করতে পারে—এটাই সত্যিকার গণতন্ত্রের লক্ষ্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD