Logo

জেবু কোন প্রজাতির বিড়াল, বৈশিষ্ট্য কী?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৫
12Shares
জেবু কোন প্রজাতির বিড়াল, বৈশিষ্ট্য কী?
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

বিজ্ঞাপন

এই বিড়ালকে ঘিরে কৌতূহল এতটাই বেশি যে, তার জন্য একটি স্বতন্ত্র ফেসবুক পেজও তৈরি হয়েছে। অনেকেই এখন জানতে চাইছেন, জেবু কোন প্রজাতির এবং এর বিশেষ বৈশিষ্ট্য কী।

জেবু মূলত সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে বিবর্তিত এই জাতটি বিশ্বজুড়ে পরিচিত ঘন লোম, শান্ত স্বভাব এবং বুদ্ধিদীপ্ত আচরণের জন্য। জেবু তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা, এবং বর্তমানে তার বয়স সাত বছর।

বিজ্ঞাপন

সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলকভাবে বড় হয়ে থাকে। এদের শরীরের তিন স্তরের ঘন ও নরম লোম থাকে, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য উপযুক্ত। সাধারণত এদের ওজন ৪ থেকে ৯ কেজি পর্যন্ত হতে পারে, তবে পুরুষ বিড়ালরা সাধারণত বেশি বড় হয়।

স্বভাবের দিক থেকে সাইবেরিয়ান বিড়াল শান্ত হলেও আত্মবিশ্বাসী। মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এবং পরিবারের সদস্যদের আবেগও বুঝতে সক্ষম। অনেক সময় পরিবারে কেউ মন খারাপ করলে এই বিড়াল কাছে এসে বসে থাকে, যা এটিকে ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবে জনপ্রিয় করেছে।

সাইবেরিয়ান বিড়ালের সুস্থতার জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য এবং পর্যাপ্ত পানি দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া নিয়মিত লোম পরিচর্যা করাও প্রয়োজন, কারণ ঘন লোম দ্রুত জট বাঁধার ঝুঁকি থাকে।

বিজ্ঞাপন

শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে সাইবেরিয়ান বিড়াল ইউরোপ ও আমেরিকায় ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব বেশি দেখা যায় না, তাই জেবু সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।

জেবুর সঙ্গে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন যেন আরও আলোচিত হয়ে উঠেছে। শুধু রাজনীতির কারণে নয়, জেবুর উপস্থিতি এই ঘটনা আরও প্রাণবন্ত করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD