Logo

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:২১
6Shares
বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস বড়দিন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলের প্রতি বড় দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য অটুট রাখার গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনমাধুর্য বজায় রাখা আমাদের জাতীয় দায়িত্ব। বড়দিন এমন একটি উপলক্ষ, যা আমাদের দেশের সকল সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

বঙ্গভবনে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি দেশের জন্য শান্তি ও সমন্বয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা একটি উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD