Logo

দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি, পৌঁছে দিচ্ছে নির্বাচনী ও গণভোটের বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৬
6Shares
দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি, পৌঁছে দিচ্ছে নির্বাচনী ও গণভোটের বার্তা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বিষয়ে সারাদেশে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ভোটের গাড়ি’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজে জানানো হয়েছে, দেশের প্রতিটি অঞ্চলে এই গাড়ি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করা এই গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলার মানুষের দুয়ারে পৌঁছে নির্বাচন ও গণভোট সম্পর্কিত তথ্য, ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে। এছাড়া প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, এই ভোটের গাড়ি কেবল যাত্রা নয়, এটি গণতন্ত্রের বার্তা বহনকারী একটি ‘সুপার ক্যারাভান’। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি।

তিনি বিশেষভাবে তরুণ ভোটার, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আহ্বান জানান— প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আপনি দুইটি ভোট দেবেন—একটি সংসদ নির্বাচনে, আরেকটি জুলাই সনদে। দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি হয়েছে। এটি দেশকে দীর্ঘমেয়াদে নিরাপদে এগিয়ে নিয়ে যাবে। গণভোটে সমর্থন থাকলে ‘হ্যাঁ’ ভোট দিন।

তিনি আরও যোগ করেন, চলুন সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD