Logo

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৪
9Shares
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি
ফাইল ছবি

আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী অনুষ্ঠিত হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আয়োজন করা হয়েছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই তথ্য নিশ্চিত করেছেন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি যৌথভাবে মেলার আয়োজন করছে।

বিজ্ঞাপন

এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। ভারতের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের ব্যবসায়ী ও প্রতিনিধি অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

দর্শনার্থীদের জন্য মেলায় ই-টিকিটিং সুবিধা চালু করা হয়েছে এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য দুটি শিশু পার্কও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নাম পরিবর্তনের আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলা পূর্বের নামেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ এটি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই আয়োজিত হবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এ মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD