Logo

নির্বাচনে প্রার্থীদের জন্য এনবিআরের বিশেষ আয়কর হেল্পডেস্ক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৩
4Shares
নির্বাচনে প্রার্থীদের জন্য এনবিআরের বিশেষ আয়কর হেল্পডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

এনবিআরের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় একটি বিশেষ হেল্পডেস্ক চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা রিটার্ন দাখিল প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা পাবেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে এই সেবা নিতে পারবেন।

বিজ্ঞাপন

হেল্পডেস্কের সময়সূচি অনুযায়ী, শুক্রবার এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। এরপর শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্পডেস্ক খোলা থাকবে।

এ ছাড়াও, রোববার ও সোমবারও অফিস চলাকালীন সময় হেল্পডেস্ক কার্যক্রম চালু থাকবে। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, তবে এবার সময় ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD