Logo

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে থাইল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৩
17Shares
বাংলাদেশ থেকে শ্রমিক নেবে থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে থাইল্যান্ড। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হলে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করতে চায় দেশটি।

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ আশাবাদের কথা জানিয়েছেন থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ত্রিনুচ থিয়েনথং।

বৈঠকে থাই শ্রমমন্ত্রী বলেন, এমওইউ সম্পন্ন হলে শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পথ খুলে যাবে। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক সংকট মোকাবিলা এবং নিরাপদ ও টেকসই শ্রম অভিবাসন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী জানান, বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত প্রক্রিয়ায় থাইল্যান্ডে কর্মী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের বিদ্যমান কাঠামো ও কার্যক্রম সরেজমিনে দেখার জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত কাজী থাই শ্রমমন্ত্রীকে এ পর্যন্ত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে হওয়া আলোচনা, বিশেষ করে থাইল্যান্ডের ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য বড় শ্রম গন্তব্য দেশের উত্তম চর্চা অনুসরণে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী সম্ভাব্য এমওইউ নিয়ে আলোচনা এগিয়ে নিতে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের পক্ষ থেকে থাইল্যান্ডের শ্রমমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে থাইল্যান্ডের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আলোচনা চললেও সম্প্রতি দেশটির সীমান্ত এলাকায় সশস্ত্র সংঘাতের কারণে বিপুল সংখ্যক কম্বোডিয়ান শ্রমিক দেশে ফিরে যাওয়ায় এ উদ্যোগ নতুন করে গতি পেয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD