খালেদা জিয়ার সম্মানে ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত রাখা হলো পতাকা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
একটি বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে এদিন হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে তার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেছে যুক্তরাজ্য।
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে। শোক পালনের অংশ হিসেবে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় শোকের সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর তিনি ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিজ্ঞাপন
দিনাজপুরে জন্ম নেওয়া এই নেত্রী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন।








