জাপানের মেট্রো ও গণপরিবহনের স্ক্রিনে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। জাপানের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি দেশটির গণপরিবহন ব্যবস্থার স্ক্রিনেও তার মৃত্যুসংবাদ প্রচার করা হয়েছে।
বিজ্ঞাপন
জাপানের বাস, ট্রেন, মেট্রো ও ট্রামসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত স্ট্রিট স্ক্রিনে OTV নিউজের মাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হয়।
জাপানে এসব স্ক্রিনে সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে বিশ্বনেতাদের মৃত্যু কিংবা বড় রাজনৈতিক পরিবর্তনের খবর সম্প্রচার করা হয়ে থাকে।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন শহরের ট্রেন স্টেশনগুলোতে নিয়মিত প্রচারিত NHK World-Japan-এর আন্তর্জাতিক সংবাদ বুলেটিনেও বিষয়টি গুরুত্ব পায়। জাপানের গণমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অধ্যায় সমাপ্তির ঘটনা হিসেবে উল্লেখ করে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিও এক বার্তায় গভীর শোক জানান। তিনি বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে খালেদা জিয়ার অবদান ও ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।








