Logo

জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানের প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২০:১৯
14Shares
জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানের প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনা অনুযায়ী টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা। ফলে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ‘খুরুজের জোড়’ উপলক্ষ্যে টঙ্গী মাঠে তারা যে প্যান্ডেল নির্মাণ করেছিলেন, সেগুলো খুলে ফেলার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠাতব্য খুরুজের জোড়ে যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের টঙ্গী ইজতেমা মাঠে জমায়েত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে। যারা পাঁচ দিনের জোড় থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন, তাদেরও ইজতেমা মাঠে এখন না এসে ওয়াক্ত পুরা করে আসার জন্য মুরুব্বিদের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি স্পষ্ট করেন, টঙ্গী মাঠে বর্তমানে কোনো ধরনের সমাবেশ হচ্ছে না।

বিজ্ঞাপন

এর আগে খুরুজের জোড়কে কেন্দ্র করে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের অনুরোধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যাচিত সময়সূচি অনুযায়ী ‘খুরুজের জোড়’ এবং ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ সহ নির্বাচনপূর্ব সময়ে উক্ত মাঠে কোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD