Logo

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪
6Shares
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। সরকার ঘোষিত তিন দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে এ শোক পালন শুরু হয়েছে, যা আগামীকাল শুক্রবার শেষ হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে রাজধানীর সচিবালয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন। তবে শোকাবহ পরিবেশের মধ্যেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সরকারি কর্মসূচি অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং টানা ৩৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন স্থানে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন। শোকাহত মানুষের ঢলে সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজা শেষে বিকেল ৫টার কিছু আগে রাজধানীর জিয়া উদ্যানে, স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। তাঁর শেষ বিদায়ে পুরো দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD