Logo

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী, ২০২৬, ১৮:১৮
9Shares
মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন আমদানিতে করহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্ত তুলে ধরে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আগে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা এখন কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে দেশে মোবাইল ফোন উৎপাদন শিল্প আরও সম্প্রসারিত হবে বলে সরকার আশা করছে। এতে নতুন উদ্যোক্তারা স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে আগ্রহী হবেন এবং শিল্পখাতটি আরও গতিশীল হবে।

প্রেস সচিব আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে ব্যবহৃত মোবাইল ফোন এনে তা আংশিক সংস্কার করে বাজারে বিক্রি করা হয়, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর এবং এতে সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হয়। দেশীয় উৎপাদন বাড়লে এ প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে দামও কমে আসতে পারে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে তিনি জানান, মোবাইল ফোন আমদানিতে আগে মোট করভার (ট্যাক্স ইনসিডেন্স) ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ। নতুন সিদ্ধান্তের ফলে তা কমে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে আসবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD